একতলা ভবন ১টি, মোট ৩টি শ্রেণীকক্ষে ৪২৩ জন শিক্ষার্থীকে ০৪ জন শিক্ষক দ্বারা পাঠদান কর্মসূচী চলছে।শিক্ষার্থীর তুলনায় শ্রেনি কক্ষ, আসবাবপত্র ও শিক্ষক সংখ্যা খুবই কম।
বিদ্যালয় এলাকায় প্রায় বারশত পরিবার লোকের বাস। এত লোকসংখ্যার বিপরীতে নিকটে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় সর্বপ্রথম হিন্দু ভদ্রলোক বাবু দেবেন্দ্র সূত্রধর বিষয়টি অনুধাবন করে গ্রামের গন্যমান্য লোক নিয়ে নিজ জায়গায় ব্যাক্তিগত খরছে তাহার মায়ের নামে নামকরন করে বিদ্যালয়টি প্রতিষ্টা করেন । বিদ্যালয় প্রতিষ্টার পর হতে ইহা সরকারী করনের আগ পযন্ত ০৫জন শিক্ষক দ্বারা পরিচালিত হয়। তাদের বেতনভাতা তিনি পরিশোধ করেন।পরে১৯৭৩ সালের ১লা জুলাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের এক ঘোষণায় বিদ্যালয়টি জাতীয়করণ হয় এবং সরকারি প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করে।পরবর্তীতে বিদ্যালয়ের বিল্ডিং করার জন্য জায়গার সংকুলান না হওয়ায় পাশের মালিকদের সাথে তাদের বাজরের জায়গার বিনিময়ে নতুন বিল্ডিং নির্মিত হয়।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪থ শ্রেণী | ৫ম শ্রেণী | সবমোট |
২৩ | ৭৮ | ৯১ | ৮১ | ৯৯ | ৫১ | ৪২৩ |
বর্তমান পরিচালনা কমিটির সভাপতিঃ বাবু জিতেন্দ্র সূত্রধর
সন | ট্যালেন্টপুল বৃত্তি | সাধারন বৃত্তি |
২০০৭ | - | ০১ |
২০০৮ | - | - |
২০০৯ | - | - |
২০১০ | - | - |
২০১১ | - | - |
পাশের হার বৃদ্বি
০২.ঝরে পড়ার হার কমানো
০৩. পাশের হার শতভাগে উণ্নিত করনঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস