বিদ্যালয়টি মোড়াকরি ইউনিয়নের সুবিদপুর গ্রামে চৌধুরী বাড়ির পাশে ১৯০৬ সালে প্রতিষ্টিত হয়।
পূর্বে আশে পাশের কোন গ্রামে বিদ্যালয় ছিল না বলিয়া গ্রামের লোকজন একটি বিদ্যালয় স্হাপনের চিন্তা করিয়া। তারা এই বিদ্যালয়টি স্হাপন করেন।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী | সর্বমোট |
২৯ | ৪৮ | ৪১ | ৪৯ | ৫৮ | ২১ | ২৪৬ |
সভাপতির নাম জনাব রফিকুলবারী চৌধুরী
সন | ডি আর ভূক্ত ছাত্র/ছাত্রী | পরীক্ষায় অংশ গ্রহনকারী ছাএ/ছাত্রীর সংখ্যা | পাশের সংখ্যা | মন্তব্য |
২০০৯ | ১৭ | ১৩ | ০২ | ২০০৯ থেকে সমাপনী পরীক্ষা শুরু |
২০১০ | ২২ | ২১ | ১২ | |
২০১১ | ২২ | ২১ | ২১ |
নাই
নাই
শতভাগ উপস্তিতি নিশ্চতকরণএবং পাশের হার শতভাগ ধরে রাখা।বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে রুপান্তরিত করা।
মোবাইলঃ ০১৭৪৫-৯০৪৩৮২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস