বিদ্যালয়টি মোড়াকরি গ্রামের বিশ্বাস পাড়াতে ২০ শতাংশ জায়গায় অবস্তিত। এর মধ্যে .২ শতাংশ খোলা যা খেলার মাঠ হিসাবে ব্যবহৃত হচ্চে। বিদ্যালয়টিতে দ্বিতল ভবন ০১টি, আধাপাকা ভবন ০১টি, মোট ০৭টি শ্রেণী কক্ষে ৬১০জন শিক্ষার্থীকে ০৬ জন শিক্ষক দ্বারা পাঠদান কর্মসূচী চলছে।
বিদ্যালয়টি পাকিস্তান আমলে মোড়াকরি গ্রামের বিশিষ্ট ব্যাক্তি বাবু রাস বিহারী রায়ের বাড়িতে ০১টি টিন সেডে ঘরে ৩জন শিক্ষক দ্বারা পরিচালিত হত । পরবর্তিতে স্বাধীনতা যুদ্বের সময় পাকিস্তানি হানাদারেরা আগুন লাগিয়ে পুড়ে দিলে। স্বাধীনতা পরবর্তী সময়ে এটি আরও ২/৩ জায়গায় স্তানাতরিত হইলে শেষে মোড়াকরি বিশ্বাস হাটির হরিধন দাস ভূমি দান করে এটি বর্তমান জায়গায় স্হায়ী রুপ লাভ করে।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী | সর্বমোট |
২৪ | ১৫৭ | ১২২ | ১৪০ | ১১৫ | ৫২ | ৬১০ |
সভাপতি বাবু অণ্নধন দাস
সন | ডি আর ভূক্ত ছাত্র/ছাত্রী | পরীক্ষায় অংশ গ্রহনকারী ছাএ/ছাত্রীর সংখ্যা | পাশের সংখ্যা | মন্তব্য |
২০০৯ | ২৮ | ২৮ | ২৪ | ২০০৯ থেকে সমাপনী পরীক্ষা শুরু |
২০১০ | ৩৬ | ৩৬ | ৩৩ | |
২০১১ | ৩৪ | ৩৪ | ৩৪ |
২০১০ সালে ০১টি সাধারন বৃত্তি।
নাই
শতভাগ উপস্তিতি নিশ্চতকরণএবং পাশের হার শতভাগ ধরে রাখা।বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে রুপান্তরিত করা।
মোবাইলঃ ০১৭৩১-৪৪১৩১৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস