বিদ্যালয় ভবনটি ১ একর জায়গায় অবস্তিত। এর মধ্যে .৬ শতাংশ খোলা যা খেলার মাঠ হিসাবে ব্যবহৃত হচ্চে। বিদ্যালয়টিতে দ্বিতল ভবন ০১টি, আধাপাকা ভবন ০১টি, মোট ০৫টি শ্রেণী কক্ষে ৬৯১জন শিক্ষার্থীকে ০৭ জন শিক্ষক দ্বারা পাঠদান কর্মসূচী চলছে। শিক্ষার্থীর তুলনায় শ্রেণীকক্ষ, আসবাবপত্র ও শিক্ষক সংখ্যা খুবই অপ্রতুল।
প্রতিষ্টা লগ্নে বিদ্যালয়টি মোড়াকরি গ্রামের সূএধর পাড়ায় অবস্তিত ছিল। যা ফরদাবাদ এলাকা নামে পরিচিত ছিল। জায়গা সংকুলান না হওয়ায় ১৯৬৩ সালে বিদ্যালয় ভবনটি বর্তমান স্হানে স্তানান্তরিত হয়। ১৯৭৩ সালের ১লা জুলাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের এক ঘোষণায় বিদ্যালয়টি জাতীয়করণ এবং সরকারি প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করে।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী | সর্বমোট |
৩২ | ২২৫ | ১৯৯ | ১৫০ | ১২১ | ৬৫ | ৭৯২ |
পরিচালনা কমিটির সভাপতি - জনাব মোঃ মোজাহিদ মিয়া
সন | ডি আর ভূক্ত ছাত্র/ছাত্রী | পরীক্ষায় অংশ গ্রহনকারী ছাএ/ছাত্রীর সংখ্যা | পাশের সংখ্যা | মন্তব্য |
২০০৯ | ৩৮ | ৩৬ | ৩২ | ২০০৯ থেকে সমাপনী পরীক্ষা শুরু |
২০১০ | ৩৮ | ৩৭ | ৩৫ | |
২০১১ | ৪৮ | ৪৭ | ৪৭ |
সন | ট্যালেন্টপুল বৃত্তি | সাধারন বৃত্তি |
২০০৭ | ০১ | ০১ |
২০০৮ | - | ০২ |
২০০৯ | - | ০৯ |
২০১০ | ০১ | ০২ |
২০১১ | ০২ | ০২ |
শ্রেষ্ট বিদ্যালয় প্রতিযোগীতায় ২০০৯ সালে বিদ্যালয়টি হবিগঞ্জ জেলার শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত হয়
শতভাগ উপস্তিতি নিশ্চতকরণএবং পাশের হার শতভাগ ধরে রাখা।বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে রুপান্তরিত করা।
মোবাইলঃ ০১৭১১৯৮৪৪৭৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস